কাবিলের কোরবানি কবুল হয়নি কেন?
18/9/2023⭐⭐⭐
কেন কোরবানী কবুল হয়নি সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৩ আশ্বিন ১৪৩০
আমাদের উৎসর্গের নিয়ত করতে হবে মহান আল্লাহ্ রাব্বুল আ’লামীনের সন্তুষ্টি লাভের জন্য। এজন্য সর্বপ্রথম উৎসর্গের নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে।
নিজের কাছে যেটা সবচে’ মূল্যবান, সবচে’ ভাল, উৎকৃষ্ট ও পছন্দের মনে হবে সেই পছন্দসই জিনিষটিকে মহান আল্ল্হার নামে কোরবানি দিতে হবে।
আজকাল প্রতারণার মাধ্যমে স্টেরয়েডযুক্ত ইনজেকশন ও বিষাক্ত ও ভেজাল খাবার খাইয়ে পশুর দেহ ফুলিয়ে চকচকে করে বাজারে বিক্রি করা হচ্ছে। কোন কোন পশু ওষুধের প্রভাবে বোধশক্তিহীন, নিজের দেহের ভারে হাঁটতেই অক্ষম। পশুর দামের মধ্যেও দেশের সিংহভাগ মানুষের আয় ও ক্রয়-ক্ষমতার সাথে সামঞ্জস্য নেই। যারা লাখ লাখ টাকা ব্যয় করে অহমিকা দেখিয়ে পশু কিনে ছবি তুলে প্রচার করছেন তাদেরকেও অর্থের বিশুদ্ধতা সম্পর্কে সজাগ থেকে কাজটি করতে হবে বৈ কি?
সব মুমিন মুসলমানকে ভাবতে হবে মহান আল্লাহ্ তায়ালার নিকট কোরবানিকৃত পশুর রক্ত, মাংস, পশম কিছুই পৌঁছায় না- পৌঁছায় সৎ নিয়ত ও তাক্কওয়া। লোভ, হিংসা ও ঈর্ষার বশবর্তী হয়ে কাবিলের কোরবানি যেমন বৃথা হয়ে গিয়েছিল আমরা তেমনভাবে আমাদের কর্ষ্টাজিত কোরবানিকে বৃথা যেতে দিতে পারি না। আমরা সবাই কোরবানির মাধ্যমে দেহ-মনের তথা পঞ্চইন্দিয়ের পশুত্বকে বিনাশ করে মহান আল্লাহ্ রাব্বুল আ’লামীনের সন্তুষ্টি ও নৈকট্য লাভে সজাগ থাকি- এবারের ঈদুল আযহায় এই কামনা।
⭐⭐⭐⭐⭐আমাদের লেখার মধ্যে যদি কোনও ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন, ,,,,,ধন্যবাদ, ,
Comments