একটি বেকার ছেলের জীবন কাহিনী

একটি বেকার ছেলের জীবন কাহিনী 




মধ্যেবিত্ত ছেলে বেকারটা প্রতিদিনই চাকরির ইন্টারভিউ দেওয়া হচ্ছে, কিন্তু চাকরিটা হচ্ছে না। প্রতিদিনই সব কথা বলতে হয় চাকরি করা হচ্ছে না। প্রতিদিন ইন্টারভিউ নাম করে প্রতিদিন বাসা থেকে টাকা নেওয়ার দান্ধা করছ। আর কত কি শুনতে হয়।


প্রকৃতপক্ষে ইন্টারভিউ দিতে যে ভাড়া আর চাকরির জন্য কাগজের কাগজপত্র ফটোকপি করতে ২০০টাক পেতে যাচ্ছে এবং এই দিকে চাকরিটা হচ্ছে না। কিন্তু এই খরচগুলো ইন্টারভিউ দিতে প্রতিদিনই হয়।


ঐ দিকে বেকার ছেলেটা চাকরি না ভাই। তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে দিয়ে, অন্য একজনের হাত ধরে। যদিও থাকে প্রিয় মানুষটা, তার পর প্রিয় মানুষটার কাছ থেকে তাকে বিভিন্ন রকম কথা বলতে হয়।


তুমি যদি ২-৩ মাসের মধ্যে চাকরি না পাও তাহলে আমাকে ছেড়ে দিয়ে অন্য বিয়ে করতে হবে। তোমার মতো বেকার ছেলের কাছে, আমরা পরিবার বিয়ে দিবে না।


বেকার ছেলেটা থাকে না কোন বন্ধু। কারণ তাদের যে বন্ধুদের অফিস আছে, তাদের সাথে তাল জোর প্রতিবাদ করা পরে।


মধ্যেবিত্ত বেকারটা সব সময় সবার কাছে কথা শুনতে হয়। এবং সে যে বিভিন্ন মানসিক চাপে ভুগছে এটা বুঝতে পারে না 


এই হল মধ্যেবিত্ত বেকার ছেলের জীবন কাহিনি,,,,,

।মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করা যায়: 🎮🎮🎮আজকের আমাদের আর্টিকেলের টপিক বা বিষয় অনেক মজার। কারণ, আমাদের ভিসিটর্স রা আজ অনলাইন টাকা আয় করার একটি নতুন উপায় বা নিয়ম জানাবেন। আজ আমরা জানবো নিজের Android মোবাইল দিয়ে গেম খেলে আয় করার 1 টি apps এর বেপারে মানে, নিজের মোবাইলে কোন গেম খেলে টাকা আয় করা যায় এবেপারে আমরা কথা বলবো।বর্তমানে আমরা নিজেদের মোবাইলে কিছু না কিছু গেমস সব সময় খেলি এবং সেগুলোর মজা নিয়ে থাকি।


তাহলে যদি এমন গেম খেলা যায় যেগুলি খেলে আমরা মজা পাওয়ার সাথে সাথে কিছুটা ইনকাম করে নিতে পারি ?


তাহলে গেম খেলার মজা অবশই দুগুণ হয়ে যাবে। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান,,,,,,,,,,,,,,,, আমরা apps লিংক দিবো 

Comments

Popular posts from this blog

ফেরাউন ও মুসার কাহিনী

Lifestyle,, বলতে আমরা কি বুঝি

হাবিল কাবিল এর জীবন কাহিনী আপন বোনকে বিয়ে করল